২৬ অক্টোবর ২০১৬ বুধবার, ০৮:৪৫ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষ অর্জনের জন্য অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেডকে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়।
বুধবার রাজধানীর একটি হোটেলে অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক আর এন পাল এর হাতে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার ২০১৫ এর ট্রফি তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মাঝারি শিল্পের ক্যাটাগরিতে এ পুরস্কার মিলেছে অলপ্লাস্টের। এবারে ৬টি ক্যাটাগরিতে ১৮টি শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
আরএফএল এর প্রতিষ্ঠান হিসেবে অলপ্লাস্ট ২০১০ সালে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। সম্পূর্ণ রপ্তানিমুখী এ প্রতিষ্ঠানটি প্লাস্টিক পলি শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাত করছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।