facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ জুলাই শনিবার, ২০২৪

Walton

ধুনটে ধরা ৬০ কেজির বাঘাইড় ৬০ হাজার টাকায় বিক্রি


২৩ নভেম্বর ২০১৬ বুধবার, ০৮:৫৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


ধুনটে ধরা ৬০ কেজির বাঘাইড় ৬০ হাজার টাকায় বিক্রি

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর কুতুবপুর ঘাট এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বাঘাইড় মাছ। বুধবার সকাল ৮টার দিকে ধুনট পৌর বাজারের আড়াতে এই মাছটি এক হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছে ৬০হাজার টাকায়। মালোপাড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী সুশীল কুমার হাওয়ালদার পাইকারী দরে বাঘাইড় মাছটি কিনেছেন।
 
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে যমুনা নদীতে নৌকায় চড়ে জাল নিয়ে মাছ শিকারে নামেন চন্দনবাইশা গ্রামের মধু হাওয়ালদার ও তার ৬ সহযোগী। রাতভর নানা প্রজাতির মাছ ধরা পড়ে তাদের জালে। বুধবার ভোরের দিকে হঠাৎ তাদের জালে ধরা পড়ে বড় আকারের একটি বাঘাইড় মাছ। অনেক চেষ্টার পর কৌশলে বাঘাইড় মাছটি নৌকায় তোলেন জেলেরা। বড় আকারের মাছ দেখে মধু জেলের মুখে মধুর হাসি ফুটে ওঠে। পরে বুধবার সকালের দিকে যমুনা নদীর ঘাট থেকে এই মাছটি ভ্যানযোগে ধুনট পৌর বাজারে বিক্রির জন্য আনেন মধু জেলে ও তার সহযোগীরা।
 
জেলে মধু হাওয়ালদার বলেন, `প্রায় ৫০ বছর ধরে যমুনা মাছ ধরে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছি। প্রথম বারের মতো এতো বড় বাঘাইড় মাছ জালে ধরা পড়েছে।`
 
ধুনট পৌরসভার বাজার পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, `বাজারে এর আগে কোনো দিন এতো বড় মাছ উঠেনি। তাই খবর পেয়ে বাঘাইড় মাছটি দেখার জন্য অনেকেই ভিড় করেন।`

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: