ঢাকা   বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

সূচক বাড়াতে নেতৃত্ব দিল ৭ কোম্পানি

সূচক বাড়াতে নেতৃত্ব দিল ৭ কোম্পানি

 আজ (২৪ ডিসেম্বর) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে বৃদ্ধির পাশাাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮৪ পয়েন্টে। আর সূচক উত্থানে নেতৃত্ব দিয়েছে ৭ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূচক উত্থানে নেতৃত্ব দেয়া কোম্পানি ৭টি হলো- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সিটি ব্যাংক, বিকন ফার্মা, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক এবং গ্রামীণ ফোন। এই ৭ কোম্পানি আজ ডিএসইর সূচকে প্রায় ১৪ পয়েন্ট যোগ করেছে।


কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচকে ৩ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা প্রায় ৮.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ২০ পয়সায়। আর শেয়ারটির দর ১৪ টাকা থেকে ১৫ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে প্রায় ২ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৪ টাকা থেকে ৬৪ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ৮ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে সিটি ব্যাংক। আজ ডিএসইর সূচকে প্রায় ২ পয়েন্টের যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ২.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৬০ পয়সায়। আর শেয়ারটির দর ২৪ টাকা থেকে ২৪ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৩ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।


অন্য তিন কোম্পানির মধ্যে- বিকন ফার্মা প্রায় ২ পয়েন্ট, পূবালী ব্যাংক ১ পয়েন্টের বেশি, উত্তরা ব্যাংক প্রায় ১ পয়েন্ট এবং গ্রামীণ ফোন ১ পয়েন্ট যোগ করেছে।