২৩ নভেম্বর ২০১৬ বুধবার, ০৮:৪৩ পিএম
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পরাজয়ের সঙ্গে যেন মিতালি পাতিয়েছে মোহামেডান। আগের দুই ম্যাচে ড্রয়ের পর আবার পরাজয়ের ধারায় তারা। ষষ্ঠ পরাজয় নিয়ে বুধবার মাঠ ছেড়েছে সাদাকালোরা। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে মুক্তযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
প্রথমার্ধে মুক্তিযোদ্ধা ১-০ গোলে এগিয়েছিল। চতুর্থ মিনিটে ফ্রিকিক থেকে দুর্দান্ত গোলে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন সোহেল রানা। ইনজুরি সময়ে ব্যবধান বাড়ান মুক্তিযোদ্ধার শফিকুল ইসলাম বিপুল। দুই দলের প্রথম পর্বের ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে।
এ জয়ে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠলো আবদুল কাইয়ুম সেন্টুর দল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরেই পড়ে রইলো মিজানুর রহমান ডনের মোহামেডান।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।