ঢাকা   সোমবার ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

ব্রোকারেজ হাউজের অনিয়ম তদন্তে বিএসইসির তিন সদস্যের কমিটি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:০১, ১২ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

ব্রোকারেজ হাউজের অনিয়ম তদন্তে বিএসইসির তিন সদস্যের কমিটি

শেয়ারবাজারের শৃঙ্খলা ও সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্রোকারেজ হাউজটির বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের ভিত্তিতে বিএসইসি প্রতিষ্ঠানটির ট্রেক সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে সিদ্ধান্ত কার্যকর করার আগে তথ্য যাচাই ও প্রমাণ সংগ্রহের জন্য এই বিশেষ তদন্ত কার্যক্রম নেওয়া হয়েছে।


বিএসইসির তিন সদস্যের কমিটিতে রয়েছেন—

শাহরিয়ার পারভেজ, উপপরিচালক

কুলসুম আক্তার, সহকারী পরিচালক

মোহাম্মদ সাইদুল ইসলাম, সহকারী পরিচালক

কমিটিকে কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে, যাতে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, আর্থিক অবস্থা ও গ্রাহক হিসাব ব্যবস্থাপনা যাচাই করা যায়।

 কার্যক্রমের লক্ষ্য

তদন্ত কমিটি মূলত খতিয়ে দেখবে—

ব্রোকারেজ হাউজের অসঙ্গতি বা আইন লঙ্ঘন আছে কি না

ট্রেক সার্টিফিকেট বাতিলের যৌক্তিকতা

গ্রাহক হিসাব ও আর্থিক স্বচ্ছতা

বিএসইসি নতুন কমিশন হিসেবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে আর্থিক স্বচ্ছতা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত চালানো হচ্ছে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, বাজারে অনিয়মের কোনো সুযোগ আর দেওয়া হবে না এবং বিনিয়োগকারীর স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই তদন্ত কার্যক্রম ব্রোকারেজ হাউজগুলোর দায়িত্বশীলতা ও বাজারের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনার জন্য এ ধরনের পদক্ষেপ বাজারে ইতিবাচক সংকেত হিসেবে ধরা হচ্ছে।

সর্বশেষ