২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০৩:৫৩ পিএম
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ ক্রিকেটের বাহিরে নতুন উদ্যোগ নিচ্ছেন। অন্য ক্রিকেটারের মতন নিজেও নিজের ব্যবসা চালু করতে চলেছেন তাসকিন। শিগগিরই ‘তাসকিন টেরিটরি’ নামে রেস্টুরেন্ট খুলতে যাচ্ছেন তাসকিন আহমেদ।
তার সামজিক যোগাযোগ মাধ্যমে জানান, অতি শিগগিরই মোহাম্মদপুরের নিজস্ব বাসার কাছেই একটি রেস্টুরেন্ট খুলতে যাচ্ছেন তাসকিন। রেস্টুরেন্টটির কাজ প্রায় শেষের দিকে। উদ্বেধন করার আগেই তার ভক্তদের জন্য সামাজিক মাধ্যমে রেস্টুরেন্টির কিছু ছবি প্রকাশ করেন তাসকিন আহমেদ।
তাসকিন তার ভক্তদের জানান, আতিথ্য প্রদর্শনের জন্য রেস্টুরেন্টের ভিতরে থাকছে পুল সেন্টার। আরো থাকছে সুস্বাদু খাবারের আয়োজনও। ভক্তের এক প্রশ্নের জবাবে জানান, আগামী ডিসেম্বরেই রেস্টুরেন্টটির উদ্বেধন করা হবে।
তাসকিন তার ভক্তদের উদ্দেশ্যে জানান, “তোমারা কি প্রস্তুত? অতি শিগগিরই উন্নত মানের রেস্টুরেন্ট ও পুল জোন নিয়ে হাজির হচ্ছি মোহাম্মদপুরে। এটা শুধু তাসকিন ভক্তদের জন্য।”
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।