ঢাকা   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কিস্তিতে নভো এয়ারের ভ্রমণ প্যাকেজ

ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৩, ৬ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০৪, ৮ অক্টোবর ২০১৮

কিস্তিতে নভো এয়ারের ভ্রমণ প্যাকেজ

সর্বনিম্ন এক হাজার ৭৭৭ টাকা কক্সবাজার ও দুই হাজার ৯৯৯ টাকা কলকাতায় মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে দুই রাত তিন দিনের ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে নভো এয়ার।

প্যাকেজের মধ্যে রয়েছে নভো এয়ারের টিকিট, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার জন্য গাড়ি সুবিধা, সকালের নাশতা। মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

এই সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের আটটি ও কলকাতার তিনটি পাঁচ তারকা মানের হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ছয় মাসের কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভো এয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।