দেশের ইলেকট্রনিক্স খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আবারও প্রমাণ করল তাদের অপ্রতিদ্বন্দ্বী অবস্থান। শনিবার রাজধানীর অভিজাত হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’-এর ১৭তম আসরে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন—এই তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে একযোগে ‘সেরা ব্র্যান্ড’-এর স্বীকৃতি অর্জন করেছে ওয়ালটন। দেশজুড়ে পরিচালিত নিরপেক্ষ ও বিস্তৃত জরিপের ভিত্তিতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
ওয়ালটনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এসি বিভাগের চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, ফ্রিজ বিভাগের চিফ বিজনেস অফিসার তাহাসিনুল হক, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন ও তানভীর আনজুম এবং চিফ মার্কেট অফিসার জোহেব আহমেদ। এ সময় গ্রাহক, পরিবেশক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জোহেব আহমেদ বলেন, এই অর্জন প্রমাণ করে যে গুণগত মান, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতায় ওয়ালটন দেশের মানুষের প্রথম পছন্দ।
বর্তমানে ওয়ালটন বাংলাদেশকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও আইওটি (ইন্টারনেট অফ থিংস) ভিত্তিক ইলেকট্রনিক্স পণ্যের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের পণ্য রপ্তানি হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডটির শক্ত অবস্থানকে আরও দৃঢ় করেছে। স্মার্ট ফ্রিজ, আধুনিক এসি ও টিভিতে সর্বাধুনিক প্রযুক্তির সংযোজন এই সাফল্যের ধারাকে আরও বেগবান করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও এনসার্চ লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। এবছর মোট ৪৫টি ক্যাটাগরিতে ৪৫টি সেরা ব্র্যান্ডকে পুরস্কৃত করা হয়, যার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগেই শীর্ষস্থান দখল করে নেয় ওয়ালটন। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য বিনিয়োগকারীদের মাঝেও ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
























