শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড যেন লোকসানের গভীর এক খাদের দিকে এগিয়ে যাচ্ছে। বিক্রয় কমে যাওয়া ও উৎপাদন খরচ আকাশছোঁয়া হওয়ায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকেই কোম্পানিটি গুনেছে ৬ কোটি ৭০ লাখ টাকা লোকসান। যা গত বছরের একই সময়ের লোকসান ১ কোটি ২০ লাখ টাকার তুলনায় প্রায় সাড়ে পাঁচ গুণ বেশি। শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩৯ পয়সা, আগের বছর যা ছিল মাত্র ৭ পয়সা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে—টার্নওভার কমে যাওয়া ও বিক্রয় ব্যয় বৃদ্ধি এ লোকসানের মূল কারণ। তবুও আর্থিক অস্থিরতার মাঝেও মঙ্গলবার ডিএসইতে কোম্পানিটির শেয়ারদাম ৩% বেড়ে ১০ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ হয়েছে, যা বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের আশার সঞ্চার করেছে।
গোল্ডেন সন খেলনা, ইলেকট্রিকালস, পোশাকের এক্সেসরিজ থেকে শুরু করে গৃহস্থালি পণ্য উৎপাদন করে থাকে। তবে টানা চার বছর ধরে ক্ষতির দৌরাত্ম্য সামলাতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। কোম্পানির পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ টাকা, বিপরীতে ২০২১-২২ থেকে ২০২৪-২৫ পর্যন্ত মোট ৮১ কোটি ৫৭ লাখ টাকা লোকসান! শুধু সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরেই লোকসান ৩১ কোটি ৪৩ লাখ টাকা।
এতো বড় লোকসান সত্ত্বেও আগের বছর বিনিয়োগকারীদের ১.৫% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল। তবে চলতি বছর কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি কোম্পানিটি।
এদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমন্বিত পরিচালন নগদ প্রবাহ শেয়ারপ্রতি ঋণাত্মক ৩৫ পয়সায় নেমেছে, যা গত বছর একই সময়ে ছিল ৬৯ পয়সা। পাশাপাশি শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) ১৭.৯২ টাকা থেকে কমে ১৫.৬৬ টাকায় দাঁড়িয়েছে।
কোম্পানির ঘোষণা অনুযায়ী—গ্রাহক পাওনা আদায় কমে যাওয়া এবং সরবরাহকারী ও কর্মীদের কাছে অর্থ প্রদান বেড়ে যাওয়ায় নগদ প্রবাহে দেখা দিয়েছে বড় ধস।
২০০৭ সালে শেয়ারবাজারে আসা গোল্ডেন সন এখন টিকে থাকার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। বিনিয়োগকারীরা অপেক্ষায়—কোম্পানিটি আবার কবে ঘুরে দাঁড়াবে!
























