ঢাকা   বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

জেএমআই হসপিটালের কৌশলগত রূপান্তর

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ৩ ডিসেম্বর ২০২৫

জেএমআই হসপিটালের কৌশলগত রূপান্তর

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড তাদের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড (জেএসএইচএল)-কে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানি-তে রূপান্তরের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের এই সিদ্ধান্ত জানায়। এর আগে মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় রূপান্তরের প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

তথ্য অনুযায়ী, জেএমআই হসপিটাল সম্প্রতি জেএসএইচএলে ১০ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকার অতিরিক্ত বিনিয়োগ করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা, যা মোট মালিকানার ৫০% ছাড়িয়েছে। এটি জেএসএইচএলকে সহযোগী বা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে।

পর্ষদের সর্বশেষ সিদ্ধান্তে বলা হয়েছে, এখন থেকে জেএমআই হসপিটালে আর কোনো নতুন বিনিয়োগ করা হবে না এবং বিনিয়োগের হার ৫০ শতাংশের নিচে নামিয়ে আনা হবে। এই পরিবর্তনের ফলে জেএসএইচএল সহযোগী কোম্পানি থেকে অ্যাসোসিয়েট কোম্পানি হিসেবে রূপান্তরিত হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পাবলিক লিমিটেডে রূপান্তরের ফলে জেএসএইচএল ভবিষ্যতে বৃহৎ পরিসরে পরিচালিত হতে পারবে এবং নতুন মূলধন সংগ্রহের পথ উন্মুক্ত হবে। এটি জেএমআই হসপিটালের দীর্ঘমেয়াদী ব্যবসায় সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।