দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩–২৭ নভেম্বর) বিনিয়োগকারীদের আস্থার সূচক হিসেবে বিবেচিত পিই রেশিও উর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর সার্বিক পিই রেশিও ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বাজারে ক্রয়চাপ ও শেয়ারদর পুনরুদ্ধারের ইতিবাচক সঙ্কেত হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় বলা হয়, সপ্তাহের শুরুর দিনে পিই রেশিও ছিল ৮.৭০ পয়েন্ট। তবে সপ্তাহশেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৯৫ পয়েন্টে। অর্থাৎ ২৩–২৭ নভেম্বর সময়কালে পিই রেশিও ০.১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, পিই রেশিওর এই ধীরলয়ে উন্নতি বাজারে নতুন করে আস্থা ফিরছে এবং বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
























