শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন স্যুজ ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে জানা যায়, চলতি সময়ে তাদের মুনাফা কমে আসলেও শেয়ারহোল্ডারদের জন্য এই প্রতীকী ডিভিডেন্ড দিতে সক্ষম হয়েছে।
গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫০ পয়সা, তবে সমাপ্ত অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১১ পয়সায়। মুনাফায় পতন সত্ত্বেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ধরে রেখেছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
৩০ জুন ২০২৫ তারিখে ফরচুন স্যুজের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সা, যা কোম্পানিটির আর্থিক স্থিতি সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দেয়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায়, হাইব্রিড পদ্ধতিতে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
























