সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে জোরালো উত্থানধারায়। বাজার খোলার পর থেকেই সূচকের ধারাবাহিক বৃদ্ধি বিনিয়োগকারীদের মাঝে নতুন আশাবাদ তৈরি করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, প্রথম ঘণ্টায় বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়ে বাজারে লেনদেনের গতি আরও চাঙা করেছে।
সকাল ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স শক্ত অবস্থানে ৩৬.১০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,০৬০ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক (ডিএসইএস) বেড়েছে ১০.২৩ পয়েন্ট এবং অবস্থান করছে ১,০৬২ পয়েন্টে। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট যোগ করে পৌঁছেছে ১,৯৪৫ পয়েন্টে।
লেনদেনের প্রথম ঘণ্টায় বাজারে মোট ২৩১ কোটি ২৪ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা বাজারের সক্রিয়তা বাড়ার স্পষ্ট ইঙ্গিত দেয়। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৪টির শেয়ারদর বেড়েছে, ৫৯টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
























