দেশের ব্যবসায়িক নেতৃত্বকে সম্মান জানাতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের চতুর্থ সি-স্যুট অ্যাওয়ার্ডস–এ ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ওয়ালটন পরিবার থেকে আরেকটি সম্মাননা অর্জন করেছেন হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম, যিনি ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেছেন। নিশাত তাসনিম শুচি বার্ষিক একশ কোটি টাকার কম ব্যবসায় রেভিনিউয়ের ক্যাটাগরিতে এই সিইও পুরস্কার অর্জন করেন।
পুরস্কার প্রাপ্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিশাত শুচি বলেন, “এই সম্মাননা এককভাবে আমার নয়, বরং ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের অক্লান্ত শ্রম ও মেধার প্রতিফলন। এটাই আমাদের ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি।”
ওয়ালটন মাইক্রো-টেক দীর্ঘদিন ধরে অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেল ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করছে। নিশাত তাসনিম শুচির নেতৃত্বে কোম্পানি সম্প্রতি প্রিমিয়াম এসএমএফ কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উৎপাদন ও বাজারজাত শুরু করেছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম প্রতি বছর সিইও, সেলস ডিরেক্টর ও করপোরেট ব্যক্তিত্বদের সম্মান জানাতে সি-স্যুট অ্যাওয়ার্ডস আয়োজন করছে, যা দেশের ব্যবসায়িক খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।
























