ঢাকা   সোমবার ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রাহায়ণ ১৪৩২

লিগ্যাছি ফুটওয়্যারে অডিটে তিন বড় সতর্কবার্তা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ২৪ নভেম্বর ২০২৫

লিগ্যাছি ফুটওয়্যারে অডিটে তিন বড় সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাছি ফুটওয়্যার পিএলসি–এর ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে তিনটি গুরুতর সতর্কবার্তা উঠে এসেছে। কোম্পানিটির নিরীক্ষক "এমফ্যাসিস অব ম্যাটার" অনুচ্ছেদে বিনিয়োগকারীদের সতর্ক করার জন্য বিশেষভাবে উল্লেখ করেছেন যে, প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ হিসাব ও আইনি বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে।

প্রথমত, কোম্পানির ফিক্সড অ্যাসেট (পিপিই)–এর কোনো রেজিস্টার বা বিস্তারিত তালিকা বজায় রাখা হয়নি। নির্মাণাধীন কাজ থেকে ৪ কোটি ১৬ লাখ ৪২ হাজার টাকার অঙ্ক পিপিই খাতে স্থানান্তর করা হলেও তৃতীয় পক্ষের যাচাই বা নিশ্চিতকরণ করা হয়নি। নিরীক্ষক নিশ্চিত করেছেন, অতিরিক্ত কাজ ভৌত যাচাইয়ের মাধ্যমে সঠিক ছিল।

দ্বিতীয়ত, কোম্পানির বিক্রয় রাজস্বের হিসাব–এ আইনি জটিলতা দেখা দিয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ৪ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার টাকা বিক্রয় দেখানো হলেও ভ্যাট রিটার্নের সঙ্গে অঙ্কটি মেলানো যায়নি এবং কোনো সমন্বয় প্রস্তুত করা হয়নি। তবে, ব্যাংক স্টেটমেন্টে বিক্রয়গুলোর প্রতিফলন দেখা গেছে।

তৃতীয়ত, কর্মীদের অধিকার ও মুনাফা বণ্টন তহবিল–এ গুরুতর আইন লঙ্ঘন ধরা পড়েছে। কোম্পানিটি ৪ লাখ ২৫ হাজার ২৮৩ টাকা দায় দেখিয়েছে, যার মধ্যে পূর্ববর্তী বছরের ২ লাখ ৫৮ হাজার ৬৪৭ টাকা এখনও তহবিলে অপরিশোধিত রয়েছে। শ্রম আইন, ২০০৬ অনুযায়ী সময়মতো তহবিলে স্থানান্তর ও সুদের ব্যবস্থা না রাখার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

নিরীক্ষকরা উল্লেখ করেছেন, এসব বিষয় কোম্পানির মূল মতামত পরিবর্তন করেনি, তবে বিনিয়োগকারীদের সতর্ক করার জন্য এই বিষয়গুলো বিশেষভাবে হাইলাইট করা হয়েছে