সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫০ পয়সা বা ১০ শতাংশ, যা বাজারে ইতিবাচক সেন্টিমেন্ট তৈরি করেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, যার শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে তালিকায় শক্ত অবস্থান ধরে রেখেছে।
তৃতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইল লিমিটেড–এর শেয়ারও ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে।
এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—
-
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড – ৯.৯৩%
-
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড – ৯.৯৩%
-
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি – ৯.৯৩%
-
কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড – ৯.৯০%
-
ইনটেক লিমিটেড – ৯.৮৪%
-
নিউ লাইন ক্লোথিংস লিমিটেড – ৯.৭৬%
-
প্যাসিফিক ডেনিমস লিমিটেড – ৯.৭৬%
দিনভর লেনদেনে এ কোম্পানিগুলোর শক্তিশালী পারফরম্যান্স বাজারে নতুন করে গতি ও আশাবাদ যোগ করেছে।
























