ঢাকা   বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রাহায়ণ ১৪৩২

আজ বিকালে ৪ কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ২০ নভেম্বর ২০২৫

আজ বিকালে ৪ কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে এবং জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ ত্রৈমাসিকের অনিরীক্ষিত ফলাফলের ভিত্তিতে ইপিএস প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছে লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ ঘোষণার অপেক্ষায় থাকা কোম্পানিগুলো হলো— ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্ট, ফু-ওয়াং সিরামিক এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন

এর মধ্যে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পুরো অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্য তিন কোম্পানি— ইস্টার্ন লুব্রিকেন্ট, ফু-ওয়াং সিরামিকইউনাইটেড পাওয়ার জেনারেশন— জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে।