ঢাকা   বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রাহায়ণ ১৪৩২

রেকর্ড ডেট শেষে আবার চালু—লেনদেনে ফিরল ১৭ কোম্পানি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ২০ নভেম্বর ২০২৫

রেকর্ড ডেট শেষে আবার চালু—লেনদেনে ফিরল ১৭ কোম্পানি

শেয়ারবাজারে রেকর্ড ডেটের কারণে একদিন বিরতির পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) আবার লেনদেনে ফিরেছে ১৭টি তালিকাভুক্ত কোম্পানি। বুধবার এসব কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকায় বাজার ছিল আংশিক শিথিল; আজ থেকে পুনরায় স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

লেনদেনে ফেরা কোম্পানিগুলো হলো—
সায়হাম কটন, বিডি থাই ফুড, শার্প ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, বারাকা পতেঙ্গা পাওয়ার, বেঙ্গল গ্লাসওয়্যার, অগ্নি সিস্টেম, টেকনো ড্রাগস, শাশা ডেনিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, নাভানা ফার্মা, ডরিন পাওয়ার, এসিআই ফর্মুলা, এসিআই, বসুন্ধরা পেপার মিলস, সাফকো স্পিনিং ও বারাকা পাওয়ার।

রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন বন্ধ থাকলেও, সেদিন যাদের হাতে ছিল এসব কোম্পানির শেয়ার—তাঁরাই ২০২৪–২৫ অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন।আজ থেকে তারা আবার স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন।