ঢাকা   বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রাহায়ণ ১৪৩২

রেকর্ড ডেটের কারণে আজ লেনদেন বন্ধ ১৮ কোম্পানির

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ২০ নভেম্বর ২০২৫

রেকর্ড ডেটের কারণে আজ লেনদেন বন্ধ ১৮ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির শেয়ার আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) লেনদেন হবে না। রেকর্ড ডেটের কারণে একদিনের জন্য এসব কোম্পানির লেনদেন স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

লেনদেন বন্ধ থাকা কোম্পানিগুলো হলো—
সিমটেক্স, কোহিনূর কেমিক্যাল, উসমানিয়া গ্লাস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, স্টাইলক্রাফট, অলিম্পিক অ্যাসোসিয়েটেড, মুন্নু ফেব্রিক্স, মেঘনা সিমেন্ট, কে অ্যান্ড কিউ, ইনটেক, হা-অয়েল টেক্সটাইল, জিকিউ বলপেন, ডোমিনেজ, ডেসকো, বার্জার পেইন্টস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এডভেন্ট ফার্মা ও একমি পেস্টিসাইড।

ডিএসই জানায়, রেকর্ড ডেট হওয়ায় আজ লেনদেন বন্ধ থাকলেও ২৩ নভেম্বর থেকে এসব কোম্পানির শেয়ার পুনরায় স্বাভাবিকভাবে লেনদেন শুরু হবে।

রেকর্ড ডেটের দিন যাদের হাতে শেয়ার থাকবে, তারাই পাবেন সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড বা অধিকার সংক্রান্ত সুবিধা।