ঢাকা   বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রাহায়ণ ১৪৩২

গ্রামীণফোন আনল স্টারলিংক ইন্টারনেট

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ২০ নভেম্বর ২০২৫

গ্রামীণফোন আনল স্টারলিংক ইন্টারনেট

শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন এবার বাংলাদেশে তাদের কর্পোরেট ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য নিয়ে আসছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)—স্টারলিংকের অনুমোদিত রিসেলার—এর সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে এই সেবা চালু করা হচ্ছে।

গ্রামীণফোন জানায়, এই চুক্তির ফলে সারা দেশের দূরবর্তী, দুর্গম ও স্থলজ নেটওয়ার্কবিহীন এলাকাগুলোতেও পাওয়া যাবে উচ্চ গতি ও কম ল্যাটেন্সির স্যাটেলাইট ব্রডব্যান্ড। বিশেষ করে জ্বালানি খাত, উপকূলীয় কার্যক্রম, সীমান্তবর্তী এলাকা, পর্যবেক্ষণ ও রিমোট অপারেশনে যুক্ত প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে।

চুক্তিটি সম্প্রতি জিপি হাউসের বোর্ডরুমে স্বাক্ষরিত হয়। বিএসসিএল-এর এমডি ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এতে স্বাক্ষর করেন।

ড. ইমাদুর রহমান বলেন, “বাংলাদেশের এন্টারপ্রাইজ সেক্টরে স্যাটেলাইট ব্রডব্যান্ড সম্প্রসারণে গ্রামীণফোনের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এটি দেশের ডিজিটাল মেরুদণ্ডকে আরও শক্তিশালী করবে।”

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নইমুর রশিদ বলেন, “স্টারলিংকের উন্নত প্রযুক্তির সঙ্গে অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের ব্যবসায়িক ধারাবাহিকতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। বিশেষত প্রত্যন্ত অঞ্চলগুলো এখন নিরবচ্ছিন্ন সংযোগের নতুন অভিজ্ঞতা পাবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ডিজিটাল সংযুক্তির নতুন সম্ভাবনা হিসেবে এই সহযোগিতাকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।