ঢাকা   শনিবার ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

মাতৃত্বকালীন সহায়তায় উদ্ভাবন—আন্তর্জাতিক পুরস্কার জিতল রবি!

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ১৫ নভেম্বর ২০২৫

সর্বশেষ

মাতৃত্বকালীন সহায়তায় উদ্ভাবন—আন্তর্জাতিক পুরস্কার জিতল রবি!

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা পিএলসি তাদের মাতৃত্বকালীন সহায়তা কর্মসূচি-এর মাধ্যমে বৈচিত্র্যের প্রতি ব্যতিক্রমী অবদান এবং নারী ক্ষমতায়নের জন্য এফকে অ্যাওয়ার্ড লাভ করেছে।

কোম্পানিটি সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত 'এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি অ্যান্ড সোশ্যাল রেসপনসিবিলিটি অ্যাওয়ার্ড ২০২৪' অনুষ্ঠানে 'এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি' ক্যাটাগরিতে এই সম্মাননা জিতেছে। ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (ইউকে-এফসিও) এবং শিল্প, বাণিজ্য ও অর্থনীতি সংক্রান্ত অন্যান্য সংস্থা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

পুরস্কার গ্রহণের সময় রবি'র চেয়ারম্যান বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন এম. আবদুর রহমান। এছাড়া রবি'র চিফ পিপল অফিসার মোঃ ফয়সাল ইমতিয়াজ খান, বোর্ড প্রেসিডেন্ট মোক্তার হোসেন আজমান, বোর্ডের সদস্য নুরুল আমিন এবং রবি'র কৌশলগত যোগাযোগ বিভাগের জিএম মোহাম্মদ সিদ্দিকীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রবির এই মাতৃত্বকালীন সহায়তা কর্মসূচিটি ২০২২ সালের অক্টোবরে চালু করা হয়েছিল। এই কর্মসূচির লক্ষ্য হলো বাংলাদেশে কর্পোরেট অঙ্গনে মাতৃত্বকালীন সহায়তা কর্মসূচির ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করা। এটি সহানুভূতি, ব্যক্তিগত উন্নয়ন এবং পেশাদার বিকাশের মিশ্রণ ঘটিয়ে একটি সমন্বিত কাঠামোর মাধ্যমে সহানুভূতিশীল ও যত্নশীল কর্মক্ষেত্র নিশ্চিত করতে চায়।

সর্বশেষ