
টানা তিন দিনের পতনের পর অবশেষে ঘুরে দাঁড়াল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫০ পয়েন্ট, যা বিনিয়োগকারীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইতে সূচক বেড়েছিল ২২ পয়েন্ট। তারপর টানা তিন দিন পতনের ধারায় সূচক কমে যায় ১৬৩ পয়েন্ট। বাজারে চাপা উদ্বেগ তৈরি হলেও আজকের উত্থান বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
লেনদেনের দিক থেকেও বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা, যা ছিল গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সূচক বেড়ে দ্বিগুণের বেশি হলেও আজকের লেনদেন দাঁড়িয়েছে ৭৭৮ কোটি ৩২ লাখ টাকায়। বাজার বিশ্লেষকদের মতে, যদিও লেনদেনের পরিমাণে কম,এটি বিনিয়োগকারীদের সতর্ক কৌশলেরই প্রতিফলন।
অর্থাৎ বিনিয়োগকারীরা এখন বাছাই করে লেনদেন করছেন। বাজারে অনিশ্চয়তার মধ্যেও সূচকের উত্থান প্রমাণ করছে, ধীরে হলেও ইতিবাচক গতি ফিরছে। স্বল্পমেয়াদি সমন্বয়ের পর বিনিয়োগকারীরা আবারও আস্থা ফিরে পাচ্ছেন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের চাপ কাটিয়ে বাজারে স্বস্তির ইঙ্গিত দিচ্ছে সূচকের এই পুনরুদ্ধার। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এটি একটি ইতিবাচক মোড়, যা আগামী সপ্তাহে আরও স্থিতিশীল ধারা গড়তে সহায়ক হবে।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৩.৭৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.০৮ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ১৯৬.৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.১৭ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ২ হাজার ১৫১.০৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৪০১টি প্রতিষ্ঠান। এর মধ্যে ২৮২টির শেয়ারের দর বেড়েছে, ৫৪টির দর কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। তবে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। আজ মোট লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ১৭১ কোটি ৬৪ লাখ টাকা কম। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৪৯ কোটি ৯৬ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে, তবে লেনদেনের পরিমাণ কমেছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের ২৪ কোটি ৪৬ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
সিএসইতে আজ মোট ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টির দর বেড়েছে, ৭৬টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সূচকের দিক থেকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৯৩.৩৭ পয়েন্টে। আগের কার্যদিবসে সূচক ১৫৫.৩২ পয়েন্ট কমেছিল।