ঢাকা   শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

উত্থানের মাঝেও ধাক্কা খেল ৯ শেয়ারের বিনিয়োগকারীরা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

উত্থানের মাঝেও ধাক্কা খেল ৯ শেয়ারের বিনিয়োগকারীরা

 টানা পতনের পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান দেখা গেলেও ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে উল্টো ছায়া দেখা গেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫২৩.৭৮ পয়েন্টে। বাজারে অংশ নেয়া ৪০১টি কোম্পানির মধ্যে ২৮২টির দর বাড়লেও ৫৪টির দর কমে যায়। আশার আলোয় ভরা এমন দিনেও দরপতনের শীর্ষ ১০টির মধ্যে ৯টিই ছিল জেড ক্যাটাগরির শেয়ার।

ডিএসইর বাজার পর্যালোচনা অনুযায়ী, দরপতনের শীর্ষ তালিকায় ছিল— পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, আইসিবি ইসলামিক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, পেনিনসুলা, মেঘনা কনডেন্স মিল্ক ও কেয়া কসমেটিকস। এর মধ্যে পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং ক্রেতার অভাবে ‘হল্টেড’ অবস্থায় পড়ে যায়।


সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে পিপলস লিজিং। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়। দিনজুড়ে শেয়ারের দর ছিল ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সার মধ্যে, আর লেনদেন হয়েছে ১০ লাখ ৮৭ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয় ফারইস্ট ফাইন্যান্সের। এদিন শেয়ার দর ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে দাঁড়ায় ১ টাকা ৫০ পয়সায়। দর ওঠানামা করেছে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৭০ পয়সার মধ্যে। মোট লেনদেন হয়েছে ১৬ লাখ ৭৫ হাজার টাকার।

তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। শেয়ারের দর ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে ১ টাকা ৮০ পয়সায় নেমে আসে। শেয়ারটির লেনদেন ছিল মাত্র ১ লাখ ৮৫ হাজার টাকার।

অন্যদিকে, আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর কমেছে ১০ পয়সা (৪.১৭%), প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা (৩.৩৩%), মিরাকল ইন্ডাস্ট্রিজের ১ টাকা (২.৮০%), পেনিনসুলার ৩০ পয়সা (২.১৩%), মেঘনা কনডেন্স মিল্কের ৪০ পয়সা (২.১২%) এবং কেয়া কসমেটিকসের ১০ পয়সা (২%)।