
শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ওষুধ কোম্পানি রেনাটা পিএলসি কানাডার ফার্মাসিউটিক্যাল বাজারে তাদের প্রথম ওষুধ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। এটি রেনাটার আন্তর্জাতিক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (১০ সেপ্টেম্বর) কোম্পানিটি কানাডার বাজারে ডেসোজেস্ট্রেল বা ইথিনাইলইস্ট্রাডিওল (০.১৫ মি.গ্রা./০.০৩ মি.গ্রা.) ট্যাবলেট বাজারজাত করেছে। এটি ‘মাইলি ২১’ এবং ‘মাইলি ২৮’ ব্র্যান্ডনামে পাওয়া যাবে।
রেনাটা জানিয়েছে, তারা অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেডকে কৌশলগত অংশীদার হিসেবে নিয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে কানাডার বাজারে শক্তিশালী মার্কেটিং নেটওয়ার্ক তৈরি হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, উন্নত ফার্মাসিউটিক্যাল বাজারে প্রবেশ রেনাটার আন্তর্জাতিক উপস্থিতি ও আয় বৃদ্ধির বড় সুযোগ তৈরি করবে। রেনাটার কর্মকর্তারা জানান, "কানাডার বাজারে প্রবেশ শুধুমাত্র আয় বৃদ্ধির জন্য নয়, বরং রেনাটার গ্লোবাল ব্র্যান্ড অবস্থান শক্তিশালী করার পদক্ষেপ।"
এ উদ্যোগ বাংলাদেশের ওষুধ শিল্পের আন্তর্জাতিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারীদের জন্যও ইতিবাচক বার্তা বহন করছে।