ঢাকা   মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

এক লাখ টাকার শেয়ার কিনতে কোম্পানির ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২৩:০৩, ৮ সেপ্টেম্বর ২০২৫

এক লাখ টাকার শেয়ার কিনতে কোম্পানির ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল রেজা খালেদ হুসেন নিজ প্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখে ১ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তিনি স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে বাজারদরে এসব শেয়ার কেনা সম্পন্ন করবেন।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) প্রতিটি শেয়ারের সমাপনী দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা। সে অনুযায়ী মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৮ লাখ ৯০ হাজার টাকা।


বাজার বিশ্লেষকদের মতে,ব্যাংকটি শীর্ষ নির্বাহীর শেয়ার কেনার ঘোষণা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং ব্যাংকের ভবিষ্যৎ সম্ভাবনার ইতিবাচক ইঙ্গিত বহন করবে।