ঢাকা   সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

অস্বাভাবিক দরবৃদ্ধিতে বিনিয়োগকারীদের সতর্ক করলো ডিএসই

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ৭ সেপ্টেম্বর ২০২৫

অস্বাভাবিক দরবৃদ্ধিতে বিনিয়োগকারীদের সতর্ক করলো ডিএসই

সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি সংক্রান্ত ভিত্তিহীন ও লোভনীয় অফার দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে একাধিক প্রতারক চক্র। এসব প্রতারণার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রোববার (৭ সেপ্টেম্বর) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের এই ধরনের ফাঁদ থেকে সাবধান থাকার অনুরোধ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে সরকার, বিএসইসি, ডিএসই ও অন্যান্য স্টেকহোল্ডারের সম্মিলিত প্রচেষ্টায় শেয়ারবাজার ধীরে ধীরে তার স্বাভাবিক গতি ফিরে পাচ্ছে। কিন্তু এই সময়টাকেই কাজে লাগিয়ে এক শ্রেণির কারসাজিকারী চক্র বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

ডিএসই জানিয়েছে, কিছুদিন আগে তাদের নাম, ঠিকানা ও লোগো ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালানো হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ব্রোকারেজ হাউজ, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে, সংবাদ সম্মেলনের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে এবং ডিএসই ওয়েবসাইটেও সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

এছাড়া, প্রতারণার ঘটনায় ক্ষিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, র‍্যাব-কে অবহিত করা হয়েছে এবং প্রতারক চক্রকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের উদ্দেশে ডিএসই আরও বলেছে, “এই ধরনের প্রতারণামূলক লোভনীয় অফার থেকে দূরে থাকুন। কারও কথায় প্ররোচিত হয়ে কষ্টার্জিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করে প্রতারিত হবেন না। বিনিয়োগের আগে জেনে-বুঝে সিদ্ধান্ত নিন এবং যাচাই-বাছাই করুন।”