ঢাকা   বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

তিন কোম্পানির শেয়ার দরে অস্বাভাবিক উত্থান, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

সর্বশেষ

তিন কোম্পানির শেয়ার দরে অস্বাভাবিক উত্থান, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার, ডমিনেজ স্টিল ও বঙ্গজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে। এ কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ডিএসই জানিয়েছে, শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হয়। তবে উত্তরে তারা জানিয়েছে, কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দর বেড়েছে। যদিও স্পষ্ট কোনো জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।

  • ১৭ আগস্ট শ্যামপুর সুগারের শেয়ার দর ছিল ১২০ টাকা ১০ পয়সা। মাত্র ১২ কর্মদিবসে তা বেড়ে ২ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ১৭২ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ দর বেড়েছে ৫২ টাকা ৬০ পয়সা বা প্রায় ৪৪ শতাংশ।

  • ৭ আগস্ট ডমিনেজ স্টিলের শেয়ার দর ছিল ১২ টাকা ৪০ পয়সা। ১৭ কর্মদিবসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৬০ পয়সায়। বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা ৫০ শতাংশ।

  • অন্যদিকে, ৪ আগস্ট বঙ্গজের শেয়ার দর ছিল ১১০ টাকা ১০ পয়সা। এক মাসের ব্যবধানে ২ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৯০ পয়সায়। বেড়েছে ২৮ টাকা ৮০ পয়সা বা প্রায় ২৬ শতাংশ।

ডিএসই মনে করছে, অস্বাভাবিক এই উত্থান বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই কোম্পানি তিনটির শেয়ারে বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।

সর্বশেষ