
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানোর পর এবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই বিষয়ে সতর্কতা জারি করেছে। বিএসইসি'র মার্কেট ইন্টেলিজেন্স বিভাগ জানিয়েছে, প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের নামে প্রতারণা করছে।
এই চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় প্রস্তাব পাঠাচ্ছে। প্রথমে স্বল্প মুনাফা দেখিয়ে তারা আস্থা অর্জন করে এবং পরে বড় অঙ্কের বিনিয়োগের জন্য প্রলোভন দেখায়। যখন বিনিয়োগকারীরা বড় অঙ্কের টাকা দেয়, তখন তাদের বলা হয়, বিনিয়োগকৃত অ্যাপে সমস্যা হয়েছে এবং সেটি ঠিক করার জন্য আরও টাকা দিতে হবে। অতিরিক্ত টাকা পাওয়ার পর প্রতারকরা বিনিয়োগকারীদের ব্লক করে দেয়। তাই যেকোনো ধরনের লোভনীয় প্রস্তাব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বিএসইসি।
বিএসইসির সতর্কবার্তা
১. সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণামূলক বিনিয়োগ প্রস্তাবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানানো হয়েছে।
২. বৈধভাবে শেয়ারবাজারে বিনিয়োগ করতে হলে অবশ্যই নিজের নামে বিও (BO ID) হিসাব খুলতে হবে, যা কেবল নিবন্ধিত স্টক ব্রোকার, ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট, মার্চেন্ট ব্যাংকার বা পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যমে খোলা যায়। এর বাইরে কোনো প্রক্রিয়ায় শেয়ার বা সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় না করার আহ্বান জানানো হয়েছে।Investment consulting
৩. বিনিয়োগকারীর সব ধরনের লেনদেন সঠিকভাবে তার নিজের বিও হিসাবেই প্রতিফলিত হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিনিয়োগ প্রতারণা বা শেয়ারবাজারসংক্রান্ত অনিয়মের কোনো তথ্য পেলে তা কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স বিভাগকে (ই-মেইল: [email protected]) অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।