ঢাকা   শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বাজারে ১৫ লাখ শেয়ার ক্রয়ে হাত বাড়াচ্ছে কোম্পানি

বাজারে ১৫ লাখ শেয়ার ক্রয়ে হাত বাড়াচ্ছে কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, কোম্পানিটির উদ্যোক্তা রাইয়ান কবির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে প্রচলিত বাজার দরে এই শেয়ারগুলো কেনা হবে।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। এর পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৪৪৩টি।

২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত হিসাব অনুযায়ী, কোম্পানির উদ্যোক্তাদের কাছে রয়েছে ১৯.৬৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫.৬৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৪.৬৮ শতাংশ শেয়ার।