
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৮ আগস্ট) সূচক বেড়েছে প্রায় ৭৪ পয়েন্ট। এরফলে প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭ পয়েন্টের ওপরে। তবে সামগ্রিক বাজার ঊর্ধ্বমুখী হলেও বিমা খাতের চারটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারদর আজ বড় ধাক্কা খেয়েছে। দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে—রিপাবলিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
লেনদেন বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের শুরু থেকেই এ চার কোম্পানির শেয়ার দামে উল্লম্ফন ঘটে। কয়েক দিনের ব্যবধানে শেয়ারের দর ২২ থেকে ২৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে আজ বৃহস্পতিবার বড় বিনিয়োগকারীদের বিক্রয়চাপ বাড়ায় বাজারের ইতিবাচক ধারায়ও এ চার কোম্পানি টিকতে পারেনি।
বাজার সংশ্লিষ্টদের মতে, বড় বিনিয়োগকারীরা সূচকের উত্থানকে কাজে লাগিয়ে মুনাফা তুলে নিয়েছেন। ফলে বাজারে ক্রেতা থাকলেও অফলোড করা শেয়ারের চাপ সামাল দিতে পারেনি কোম্পানিগুলো। ছোট বিনিয়োগকারীরা যেখানে শেয়ার কিনতে এগিয়ে এসেছেন, সেখানে বড় বিনিয়োগকারীরা বিক্রির দিকেই ঝুঁকেছেন।
দরপতনের বিস্তারিত পরিসংখ্যান বলছে—রিপাবলিক ইন্স্যুরেন্সের দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৪.২১ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর নেমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৩.৭৯ শতাংশ। একইভাবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স হারিয়েছে ১ টাকা ১০ পয়সা বা ৩.৭৯ শতাংশ, আর প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৩.১০ শতাংশ।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত স্বল্পমেয়াদি ওঠানামা। বিমা খাতের এই চার কোম্পানির দরপতন বিনিয়োগকারীদের জন্য একটি সতর্ক সংকেত বটে, তবে বাজারের মৌলিক ভিত্তি এখনও স্থিতিশীল। দীর্ঘমেয়াদেনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।