
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছর শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ নির্ধারণ করা হয়েছে।
তবে এ সময়ে ব্যাংকটির আর্থিক সূচকে বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে। সমাপ্ত অর্থবছরে প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে মাত্র **১ টাকা ৯ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ব্যাংকের আয় প্রায় তিনগুণ কমেছে।
অন্যদিকে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ অক্টোবর সোমবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর।