ঢাকা   বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

অস্বাভাবিক শেয়ার দামে ডিএসইর বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা

অস্বাভাবিক শেয়ার দামে ডিএসইর বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদারের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে,সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।


উল্লেখ্য,সমতা লেদারের ২৭ জুলাই শেয়ার দর ছিল ৬৮ টাকা ৫০ পয়সায়। আর ২৪ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১৩ টাকায়। অর্থাৎ দেড় মাসে শেয়ারটির দর বেড়েছে ৪৪ টাকা ৫০ পয়সা বা ৬৫ শতাংশ।