
সপ্তাহজুড়ে তালিকাভুক্ত সাতটি কোম্পানি ধারাবাহিক দরপতনের শীর্ষে রয়েছে। কোম্পানিগুলো হলো—ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, পিপলস লিজিং, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং ফার্স্ট ফাইন্যান্স। এর মধ্যে বিআইএফসি ও ফার্স্ট ফাইন্যান্স ছাড়া বাকি পাঁচটি কোম্পানি ক্রেতা সংকটে আজ হল্টেড অবস্থায় পৌঁছেছে। তবে বিআইএফসি ও ফার্স্ট ফাইন্যান্সও হল্টেড হওয়ার কিনারায় অবস্থান করছে। স্টকনাও এ তথ্য জানিয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের প্রথম কর্মদিবস থেকেই এই সাতটি কোম্পানির শেয়ার ধারাবাহিকভাবে পতনের মুখে রয়েছে। প্রতিদিনের লেনদেনে শেয়ারগুলো সর্বনিম্ন মূল্যে বিক্রি হচ্ছে এবং চার কর্মদিবসের মধ্যে কোনো কোম্পানি কোনভাবেই ইতিবাচক ধারায় ফিরে আসতে পারেনি।
আজ ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়। চলতি সপ্তাহে এ কোম্পানির দর কমেছে ৮০ পয়সা বা ৩০.৭৭ শতাংশ।
ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারও আজ ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমে ২ টাকা ১০ পয়সায় নেমেছে। সপ্তাহের মোট দরপতন ৮০ পয়সা বা ২৭.৫৯ শতাংশ। পিপলস লিজিংয়ের শেয়ারও ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে ১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে, যা সপ্তাহজুড়ে ৪০ পয়সা বা ২১.০৫ শতাংশের পতন।
অন্য দুটি হল্টেড কোম্পানি ফাস ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিংও আজ যথাক্রমে ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ ও ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দরপতন করেছে। ফাস ফাইন্যান্সের শেয়ার সপ্তাহজুড়ে ৮০ পয়সা বা ৩২ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার ৮০ পয়সা বা ৩০.৭৭ শতাংশ কমেছে।
হল্টেডের কাছাকাছি থাকা বিআইএফসির শেয়ার ৩০ পয়সা বা ৭.৩২ শতাংশ কমে ৩ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৩৩.৩৩ শতাংশ কমেছে। ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারও আজ ১০ পয়সা বা ৪.১৭ শতাংশ কমে ২ টাকা ৩০ পয়সায় অবস্থান করছে। সপ্তাহজুড়ে এর দর কমেছে ৬০ পয়সা বা ২০.৬৯ শতাংশ।