
শেয়ারবাজারে মার্জিন ঋণ ব্যবহারে আসছে বড় পরিবর্তন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চূড়ান্ত করছে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’, যার খসড়ায় ইতোমধ্যে অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন বিধিমালা অনুযায়ী, মার্জিন ঋণ সুবিধা শুধুমাত্র ‘এ’ ক্যাটাগরির সাধারণ শেয়ারে বিনিয়োগের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ মিউচুয়াল ফান্ড, বন্ড কিংবা ডিবেঞ্চারে এই সুবিধা ব্যবহার করা যাবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কমিশন সভায় এই খসড়া অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ‘মার্জিন (সংশোধিত) রুলস, ২০২৫’-এর খসড়াও গৃহীত হয়েছে, যা কার্যত ১৯৯৯ সালের পুরনো মার্জিন রুলস বাতিল করছে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, প্রস্তাবিত বিধিমালা কার্যকর হলে বিনিয়োগকারীরা কেবল তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির শেয়ারেই মার্জিন ঋণ ব্যবহার করতে পারবেন। মিউচুয়াল ফান্ড ইউনিট বা অন্য কোনো সিকিউরিটিজে এ সুবিধা পাওয়া যাবে না।
তিনি আরও জানান, খসড়া বিধিমালাটি এখনো চূড়ান্ত হয়নি। জনমত যাচাইয়ের জন্য শিগগিরই এটি কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে, এরপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
বাজার বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন বিনিয়োগ ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে ভূমিকা রাখবে।