
ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব বুধবার (৬ আগস্ট) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি শেয়ার (বিও) হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. খায়রুল হক এ আবেদন করেন। আবেদনপত্রে বলা হয়, শেখ সেলিম ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে দেশের ও বিদেশের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তারা এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন।
এই সম্পদগুলি স্থানান্তর হলে পরবর্তীতে উদ্ধার কঠিন হবে বলে উল্লেখ করে, বিচারক এই সম্পদগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করার নির্দেশ দেন।