
অবশেষে কক্সবাজার ছেড়েছেন সফরে এসে রাজনীতিতে নানা গুঞ্জন নিয়ে আলোচনায় থাকা এনসিপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার পর এনসিপি নেতাদের সফরকারি বহরটি হোটেল ত্যাগ করে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।
হোটেল কর্তৃপক্ষ সহ আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সকালে সার্জিস স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও এনসিপির অপর ৪ নেতা হোটেলে অবস্থান করছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে গাড়ী যোগে বান্দরবান ঘুরতে যান। তবে তারা রাতে সেখান থেকে হোটেলে ফিরেননি।
হোটেল প্রাসাদ প্যারাডাইজে জেনারেল ম্যানেজার ( জিএম ) ইয়াকুব আলী বলেন, এনসিপি নেতারা বেলা ১২ টায় পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দুইজন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে হোটেলে ফিরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন।
তবে রাত সাড়ে ১১ টার পরপরই তারা দুইটি গাড়ী যোগে হোটেল ত্যাগ করেন বলে জানান তিনি।
এদিকে গত মঙ্গলবার ( ৫ আগস্ট ) আকস্মিক কক্সবাজার সফরে আসেন এনসিপির ৫ জন শীর্ষ নেতা। এরা হলেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ এবং সার্জিসের স্ত্রী আয়শা খানম। এরপর থেকে শুরু হয় নানা গুঞ্জন। এই গুঞ্জনের মধ্যে উখিয়ার ইনানীস্থ সী পার্ল হোটেলে এক রাত অবস্থান করে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে উঠেন।
বুধবার দুপুর পৌণে ১ টায় এনসিপি নেতাদের দলটি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ সী পার্ল হোটেল ত্যাগ করেন। দুপুর ২ টার দিকে কক্সবাজার শহরের কলাতলীতে পৌঁছান। পরে সেখানে শালিক রেঁস্তোরা নামের একটি প্রতিষ্ঠানে খাবার খান। খাবার শেষে বিকাল ৩ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইজে উঠেন।