
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী।
বুধবার সকালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ – প্রতিরক্ষা ও জাতীয় ঐক্য উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা), ড. আনিসুজ্জামান চৌধুরী – বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা)
সকাল ৯:৫৫ মিনিটে—দুজন বিশেষ সহকারী টঙ্গী পশ্চিম থানাধীন স্কুইব রোডে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানায় পৌঁছান।সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনার পর তারা প্রোডাকশন প্ল্যান্ট ঘুরে দেখেন।
দুপুর ১২:০৫ মিনিটে—তারা যান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে, যেখানে সংক্ষিপ্ত বৈঠক শেষে প্রতিষ্ঠানটির ইনসুলিন ইউনিট ও মিউজিয়াম পরিদর্শন করেন। সফরের অংশ হিসেবে মধ্যাহ্নভোজেও অংশ নেন তারা।
আব্দুল হাফিজ বলেন,“বেক্সিমকো ফার্মা দেশের ফার্মাসিউটিক্যাল খাত কীভাবে প্রযুক্তিনির্ভরভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তার উৎকৃষ্ট উদাহরণ।”
ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন,“একটি দেশীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান বজায় রেখে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করছে, এটি অত্যন্ত আশাব্যঞ্জক। শুধু ওষুধ উৎপাদন নয়, বরং বেক্সিমকো দেশের জন্য সম্মান বয়ে আনছে।”
তারা আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয়ে বৈদেশিক মুদ্রা অর্জন এবং স্বাস্থ্যসেবায় উদ্ভাবনের মাধ্যমে এই শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ওষুধ খাতকে আরও শক্তিশালী করার ওপরও তারা জোর দেন।