ঢাকা   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

জলবায়ু-এসএমই খাতে এমটিবি–সুইডফান্ড অংশীদারিত্ব

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ৬ আগস্ট ২০২৫

জলবায়ু-এসএমই খাতে এমটিবি–সুইডফান্ড অংশীদারিত্ব

বাংলাদেশে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাত এবং জলবায়ু-সংশ্লিষ্ট প্রকল্পে সহায়তা দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-তে ২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে সুইডফান্ড।

বুধবার (৬ আগস্ট) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগকৃত অর্থের বড় অংশই এমএসএমই খাতে যাবে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে। পাশাপাশি এক-তৃতীয়াংশের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে জলবায়ু উদ্যোগে, যেমন সৌর ও বায়োগ্যাসভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধির প্রকল্পসহ পরিবেশবান্ধব উদ্যোগ।সংবাদপত্র সাবস্ক্রিপশন

সুইডফান্ড-এর চিফ অব ইনভেস্টমেন্টস মেরি আগলার্ট বলেন, “এমএসএমই খাতে এবং নারীদের মালিকানাধীন ব্যবসায় আমাদের এই বিনিয়োগ অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বাংলাদেশকে বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ ও জনবহুল দেশ হিসেবে উল্লেখ করে সুইডফান্ড জানিয়েছে, অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও এখনো দারিদ্র্য, নিরাপদ অবকাঠামো, পরিচ্ছন্ন জ্বালানি ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার একটি বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে তাদের বিনিয়োগ মানব উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা করছে।

সুইডফান্ড-এর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইনভেস্টমেন্ট ডিরেক্টর জেইন নিয়েডরা বলেন, “১৭ কোটির বেশি মানুষের এই দেশে আমাদের এ ধরনের উদ্যোগ দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নে সহায়ক হবে।”

এ বিষয়ে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “সুইডফান্ড-এর সঙ্গে এই অংশীদারত্ব আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করবে। এটি উপেক্ষিত এমএসএমই খাত এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।”


উল্লেখ্য, এমটিবি দীর্ঘদিন ধরেই বিভিন্ন উন্নয়ন অর্থনৈতিক সংস্থা (ডিএফআই)–এর সঙ্গে কাজ করছে। বর্তমানে নরওয়ের নরফান্ড ব্যাংকটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার।