ঢাকা   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সপ্তাহজুড়ে লেনদেনে দাপট: শীর্ষে ১০ কোম্পানি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮, ১ আগস্ট ২০২৫

সপ্তাহজুড়ে লেনদেনে দাপট: শীর্ষে ১০ কোম্পানি

 বিদায়ী সপ্তাহে (২৭-৩১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।


লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে বৃটিশ অ্যামেরিকান টোব্যাকোর ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ২১ কোটি ২০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি৬২ লাখ টাকা, রবি আজিয়াটার ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকে ১৪ কোটি ৬১ লাখ টাকার।