ঢাকা   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বাজারে প্রবল গতি, সপ্তাহজুড়ে মূলধন বাড়ল ২০ হাজার কোটি টাকা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ২৫ জুলাই ২০২৫

সর্বশেষ

বাজারে প্রবল গতি, সপ্তাহজুড়ে মূলধন বাড়ল ২০ হাজার কোটি টাকা

সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২০ হাজার ৫০৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধনে ২.৯৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এ সপ্তাহে ডিএসইর সবগুলো সূচকই ঊর্ধ্বমুখী ছিল। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫৯.৫৬ পয়েন্ট বা ৫.০৬ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫৩.১১ পয়েন্ট বা ৭.৯১ শতাংশ এবং ডিএসইএস সূচক বেড়েছে ৫২.৮৯ পয়েন্ট বা ৪.৭২ শতাংশ। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণেও বড় উল্লম্ফন দেখা গেছে।


সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৯৭ কোটি ২৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮৮৯ কোটি ১১ লাখ টাকা বেশি। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮৫৯ কোটি ৪৪ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে ছিল ৬৮১ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ গড়ে প্রতিদিনের লেনদেন বেড়েছে ২৬.০৯ শতাংশ।

ডিএসইতে এই সপ্তাহে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৫টি, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে, দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তেও বাজার ছিল চাঙ্গা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৪.৭৭ শতাংশ ও সিএসসিএক্স বেড়েছে ৫.১৪ শতাংশ। এছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে ৬.১৭ শতাংশ এবং সিএসই-৩০ সূচক বেড়েছে ৬.৯৭ শতাংশ। সিএসআই সূচক বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫.৩৫ পয়েন্টে, যা ৩.৮৫ শতাংশ প্রবৃদ্ধি।

চলতি সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৯১ কোটি ৬৮ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৩০ কোটি ৬৩ লাখ টাকা থেকে প্রায় তিনগুণ বেশি। এখানে মোট ৩৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির শেয়ার দর।

সর্বশেষ