
শেয়ারবাজার এখন খেলাধুলার মাঠের মতোই প্রস্তুত—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এম. আলী আকবর। তিনি বলেন, “যারা বিনিয়োগ করতে চান, তাদের জন্য এখন ভালো ফল পাওয়ার উপযুক্ত সময়। মাঠ প্রস্তুত, খেলতে নামুন আস্থার সাথে।”
শুক্রবার ঢাকার আশুলিয়ায় ব্র্যাক সিডিএমে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বিএসইসির যৌথ আয়োজনে সাংবাদিকদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পাঠানো শুভেচ্ছা বার্তা ভিডিওর মাধ্যমে শোনানো হয়। উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন, সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী। সঞ্চালনা করেন বিএসইসির সহকারী পরিচালক শহীদুল ইসলাম।
❝বিনিয়োগকারীরা যেন আস্থা হারান না❞
বিনিয়োগকারীদের উদ্দেশে এম. আলী আকবর বলেন, “আপনারা কি এমন ফাউল খেলার মাঠ খুঁজছেন, যেখানে খেলার নিয়ম নেই? এখন মাঠ শৃঙ্খলাবদ্ধ, এখানে সুন্দরভাবে খেলা সম্ভব। আস্থা সংকটের কথা যারা বলেন, তাদের উদ্দেশে বলছি—বাজারে আমাদের কোনো নেতিবাচক ভূমিকা নেই। আমরা চাই, কেউ ক্ষতিগ্রস্ত না হোক, আর বাজার উন্নয়নের পথে এগিয়ে যাক।”
তিনি বলেন, “আস্থা কখন, কিভাবে এবং কার ওপর তৈরি হয়—তা বলা কঠিন। তবে এটুকু বলতে পারি, বিএসইসি কোনো ব্যক্তি স্বার্থে কাজ করে না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাজারকে ইতিবাচক ও স্বচ্ছ রাখা।”
❝অপরাধ করলে জরিমানা হবেই❞
বাজারে শৃঙ্খলা রক্ষায় জরিমানার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “বিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী পেনাল্টি হবেই। এটি বন্ধ করা সম্ভব নয়। কেউ পেনাল্টি দিলে ভালো, না দিলে আপিল করার অধিকার রাখেন। তবে একদিন না একদিন পেনাল্টি আদায় হবেই। বাজার ধ্বংসে যেসব চক্র সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে কেউ পার পাবে না। এনফোর্সমেন্ট ছাড়া বাজারকে সঠিক পথে রাখা যাবে না।”
সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ
অনুষ্ঠানে বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ বলেন, “শেয়ারবাজারের টেকসই উন্নয়নে সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।”
বিএসইসির নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন বলেন, “তালিকাভুক্ত কোম্পানি নিয়ে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন অনেক সময় বিএসইসিকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।”
সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া বলেন, “শেয়ারবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের দক্ষতা বাড়ানো জরুরি। এই প্রশিক্ষণ সময়োপযোগী ও ইতিবাচক।”
বিনিয়োগকারীদের উদ্দেশে বার্তা স্পষ্ট—শেয়ারবাজার এখন প্রস্তুত, আস্থা নিয়ে খেলায় নামুন। বিএসইসিও প্রতিশ্রুতিবদ্ধ বাজারকে স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে।