
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জিরো পয়েন্টের পাবলিক টয়েলেটটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছে বাসযাত্রী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।
জানা গেছে, প্রায় ৫ বছর আগে উপজেলার পশ্চিমপাড় জিরো পয়েন্টে কোটালীপাড়া পৌরসভা থেকে যাত্রী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে পাবলিট টয়েলেট স্থাপন করে। নির্মাণের পর থেকে ইজারার মাধ্যমে এটি পরিচালিত হয়ে আসছিল। অর্থবছর শেষ হওয়ায় নতুন করে কেউ ইজারা না নেওয়ায় প্রায় ৩ মাস যাবত বন্ধ রয়েছে পাবলিক টয়েলেটটি। যার ফলে সীমাহীন দূর্ভোগে পড়েছে এখানকার জনসাধারণ।
হোটেল ব্যবসায়ী নাসির মোল্লা বলেন, আমার দোকানে ৬ জন কর্মচারী রয়েছে। সবাই এই পাবলিক টয়েলেটটি ব্যবহার করতাম। শুধু আমরা নই এই পশ্চিমপাড় বাসস্ট্যান্ড এলাকায় প্রায় শতাধিক দোকান রয়েছে। এসব দোকানের লোকজন, যাত্রী সাধারণ ও পথচারীরাও এই পাবলিক টয়েলেট ব্যবহার করতো। প্রায় ৩ মাস ধরে বন্ধ থাকায় আমরা চরম দূর্ভোগে পড়েছি।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় পাবলিক টয়েলেটটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এসময় ঝুমা বাড়ৈ নামের এক কলেজ ছাত্রী প্রকৃতির ডাকে সারা দিয়ে পাবলিক টয়েলেট ব্যবহারের জন্য এসে এটি তালাবদ্ধ থেকে হতাশ হয়ে বলেন, আমি গোপালগঞ্জ সরকারি কলেজে পড়ি। বাড়ি থেকেই প্রতিদিন কলেজে যাতায়াত করছি। জরুরী প্রয়োজনে মাঝেমধ্যে এটি ব্যবহার করতাম। আজ বন্ধ থাকায় বিপাকে পরছি। জনসাধারণের সুবিধার জন্য দ্রুত পাবলিক টয়েলেটটি চালু করা প্রয়োজন।
কোটালীপাড়া পৌরসভার প্রশাসক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, আমি কিছুদিন হলো কোটালীপাড়ায় যোগদান করেছি। বিষয়টি আমার নজরে এসেছে। গত বৈশাখ মাসে ইজারার মেয়াদ শেষ হয়েছে। অন্যদিকে পাবলিক টয়েলেটটি নতুন করে কেহ ইজারার দরপত্রে অংশ না নেওয়ায় এটি বিন্ধ ছিল। জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে পৌরসভার ব্যবস্থাপনায় দুই/একদিনের মধ্যে পাবলিক টয়েলেটটি চালু করা হবে।