
বাড়ির আঙিনায় দুই-একটি গাছ থাকলে পুরো বাড়ির চেহারাই বদলে যায়। কংক্রিটের শহরে বেড়াজালের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছটি ভরিয়ে দেয় সবার মন। আর গাছটি ফুলের হলে তো কথাই নেই। সোনায় সোহাগা। পৃথিবীজুড়ে এমন অনেক গাছই তো রয়েছে যার রূপ মন হরণ করে নিতে বাধ্য। এমন কিছু গাছের ছবি ধরা দিয়েছে লেন্সে। আর সেসব গাছের ছবি ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। এসব গাছের রয়েছে কিছু তাক লাগানো গুনও।
প্রায় ১২৫ বছরেরও বেশি বয়সী এ রডোডেন্ড্রন গাছটি এখনও আগের মতোই রঙিন ফুলের সুবাস নিয়মিত ছড়ায়। এ গাছটি রয়েছে কানাডাতে।
প্রায় এক হাজার ৯৯০ স্কয়ার মিটার জায়গা জুড়ে থাকা এ গাছটি পৃথিবীর বড় গাছগুলোর মধ্যে একটি। ১৪৪ বছরের ওয়েস্টেরিয়া গাছটি রয়েছে জাপানে।
প্রচণ্ড শক্তিশালী হাওয়ার সঙ্গে লড়ে বেড়ে ওঠা এ গাছগুলোর আকৃতি কোণাকুনিই হয়ে গেছে। এ ধরনের গাছেগুলো রয়েছে নিউজিল্যান্ডের দক্ষিণ প্রান্তে।
আর্জেন্টিনা এবং চিলির কাছে এন্টার্টিক বিচে ম্যাপেল গাছটিকে ঘিরে মানুষের মধ্যে রয়েছে প্রবল বিস্ময়।
‘দ্য ড্রাগনব্লাড ট্রি’। এ রকম অদ্ভুত গাছগুলোর দেখা পাওয়া যায় ইয়েমেনে।
এ গাছটির নাম ‘দ্য প্রেসিডেন্ট’। বিশ্বের সব চাইতে উঁচু গাছের তালিকায় এ গাছটি রয়েছে তিন নম্বর স্থানে। ২৪১ ফুট উচুঁ এবং ৯৩ ফুট ব্যসের এ দৈত্যাকার গাছটি ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে রয়েছে।
মাদাগাস্কারে এরকম অদ্ভুত গাছগুলো দেখা যায়। এ গাছগুলোর মোটা কাণ্ডে এরা পানি জমিয়ে রাখে এবং চরম মাত্রার খরাতেও বেঁচে থাকে এ গাছগুলো।
‘দ্য রেনবো ইউক্যালিপটাস’। রামধনুর মতো রঙের এ বৃহদাকার গাছগুলো রয়েছে হাওয়াই-এর কাউয়েইতে।
শেয়ার বিজনেস24.কম