ঢাকা   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৯০ হাজার

চাকরি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৯, ১৫ মার্চ ২০২৫

বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৯০ হাজার

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) স্পেশালিস্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজি, সাইকিয়াট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যানিটারিয়ান সেটিংসে এমএইচপিএসএস প্রোগ্রামে সাইকোলজিস্ট হিসেবে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাইকোলজিক্যাল ফার্স্ট এইডে প্রশিক্ষণসহ বেসিক সাইকোসোশ্যালে দক্ষ হতে হবে। এক্সপ্রেসিভ/ক্রিয়েটিভ থেরাপির অভিজ্ঞতা থাকলে ভালো। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, বিশেষ করে আউটলুক, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর। তবে অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: ৯০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

 
গ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া [email protected] ঠিকানায় সিভি মেইল করেও আবেদন করা যাবে। এই লিংকে আবেদন করার ভিডিও টিউটরিয়াল দেখা যাবে। কারিগরি সহযোগিতায় ০১৭৫৫৫১৮৬৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২২ মার্চ ২০২৫।

শেয়ার বিজনেস24.কম