ঢাকা   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

টাকা জাদুঘরে দেড় লাখ টাকা বেতনে চাকরি

চাকরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭, ৩০ জুলাই ২০১৮

টাকা জাদুঘরে দেড় লাখ টাকা বেতনে চাকরি

টাকা জাদুঘর ঢাকার মিরপুরে। প্রাচীন বাংলা থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন সময়ের ধাতব মুদ্রা এবং কাগুজে নোট সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে। সেখানে আছে মুদ্রা সংরক্ষণের প্রাচীন কাঠের বাক্স ও লোহার সিন্দুক।

বাংলাদেশ ব্যাংকের এই টাকা জাদুঘরে ‘কিউরেটর’ পদে একজন নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: ইতিহাস, প্রত্নতত্ত্ব/মিউজিওলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর/পিএইচডি হতে হবে।

অভিজ্ঞতা: কোনো বিশ্ববিদ্যালয়/জাদুঘরে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক জার্নালে ৪টি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে।

বেতন: ১,৫০,০০০ টাকা

বয়স: ২২ জুলাই ২০১৮ তারিখে সর্বোচ্চ ৬২ বছর।

চুক্তির মেয়াদ: ২ বছর। তবে আলোচনাসাপেক্ষে মেয়াদ বাড়ানো যেতে পারে।

নির্ধারিত ছকে আবেদন করে [email protected] ঠিকানায় ই-মেইল করে বা ডাকযোগে মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে পারবেন।