ঢাকা   সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

বিএনএমে যোগ দিলেন জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী

বিএনএমে যোগ দিলেন জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। সোমবার বিকেলে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনএমে যোগ দেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অনেকে।

দলের মহাসচিব ও দলীয় মুখপাত্র ড. মো. শাহ্জাহান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনএমে যোগদান করেন তাঁরা।

শেয়ার বিজনেস24.কম