
এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের বদলির জন্য সফটওয়্যারে তথ্য আপলোডের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত লিংক ও ইউজার আইডি-পাসওয়ার্ড প্রকাশ করা হয়েছে।
রংপুর অঞ্চলের উপ-পরিচালকের দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশে জানানো হয়, শিক্ষকদের তথ্য আপলোডের জন্য নির্ধারিত লিংক হলো: http://20.84.77.3:3000/#/login যেখানে MPO Code_EIIN হবে ইউজার আইডি এবং Password হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর।
চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য সফটওয়্যারে ইনপুট করতে হবে। এজন্য সংশ্লিষ্ট জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে এই তথ্য জানাতে এবং নির্দেশনা অনুসারে তথ্য ইনপুট নিশ্চিত করতে বলা হয়েছে।
রংপুর বিভাগের উপ-পরিচালক মোছা. রোকসানা বেগম জানান, এই প্রক্রিয়ায় শিক্ষকদের বদলি সহজ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে।