
নেত্রকোণা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রমজান আলীর কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল নয়টায় শহীদ রমজান আলীর গ্রামের বাড়িতে যান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিরা।
পরিবারের অভাব ঘোচাতে মাত্র পাঁচ বছর আগে ঢাকায় পাড়ি দেন নেত্রকোণা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের রমজান মিয়া। সেখানে আকিজ গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকা রামপুরায় ‘জুলাই বিপ্লব’ কর্মসূচিতে ছাত্র-জনতার মিছিলে রমজানের গলায় ও বুকে পুলিশের ছোড়া গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান রমজান।
কবর জেয়ারত শেষে নেত্রকোণায় জয় বাজার এলাকায় স্থাপিত শহীদ স্মৃতি স্তম্ভ থেকে বিজয় র্যারি বের হয় এবং নেত্রকোণা পৌরশহরে মোক্তারপাড়াস্থ পাবলিক হলের সামনে এসে শেষ হয়। পরে জুলাই শহীদদের স্মরণে ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।