ঢাকা   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

চা শ্রমিকদের টাকা আত্মসাৎ, সুবিধাভোগীর তালিকায় একই পরিবারের একাধিকজন

গ্রামবাংলা

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ২২:৩৪, ২১ জুলাই ২০২৫

চা শ্রমিকদের টাকা আত্মসাৎ, সুবিধাভোগীর তালিকায় একই পরিবারের একাধিকজন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পে অর্থ বণ্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সমাজসেবা অধিদপ্তরের এই প্রকল্পে ৭ হাজার উপকারভোগীর প্রত্যেককে ৬ হাজার টাকা করে বিকাশে দেয়া হয়েছে।

তবে দেখা গেছে, তালিকায় একই পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান, এমনকি ভাই ও ভাইয়ের স্ত্রীর নামও অন্তর্ভুক্ত। অনেক প্রকৃত শ্রমিক টাকা না পেলেও পঞ্চায়েত নেতাদের আত্মীয়রা একাধিকবার টাকা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

একজন শ্রমিক জানান, তার তথ্য ব্যবহার করে অন্যজন টাকা তুলেছে। আরেক শ্রমিকা জানান, তার নামে টাকা এলেও পাশের বাড়ির লোক সেটি তুলে ২ হাজার টাকা দিয়ে বাকিটা রেখে দিয়েছে।

অনুসন্ধানে উঠে এসেছে, শমশেরনগর চা বাগানের পঞ্চায়েত নেতাদের পরিবারের ৭–৮ জন সদস্যের নাম তালিকায় রয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সমাজসেবা অফিসে একাধিক লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।