ঢাকা   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩

গ্রামবাংলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯, ২১ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে তিনজনকে আটক করেছে বিজিবি ও মাদকদব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার (২১ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা, ৫৬৫ পিস ইয়াবা ও ৮৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটকরা হলো- শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের আমীর হোসেন, বাহাদুর হোসেন ও মোসা জেসমিন।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযান আরো জোরদার করা হবে।